২৮ জন আক্রান্ত হওয়ার দিনে সোমবার লন্ডন থেকে আরও ১৪৩ যাত্রী দেশে ফিরেছেন
লন্ডন থেকে থেকে সিলেটে আসা ২৮ বিমান যাত্রীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্যাহ তাহের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত ২১ জানুয়ারি লন্ডন থেকে বিমানের বিজি-২০২ ফ্লাইটযোগে ১৫৭ জন যাত্রী সিলেটে আসেন। সরকারি নির্দেশনা মোতাবেক নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সেনাবাহিনী এবং পুলিশের তত্ত্বাবধানে তাদেরকে বিভিন্ন হোটেলে কোয়ারেন্টাইনে পাঠানো হয়। চার দিন কোয়ারেন্টাইনে থাকার পর গত ২৪ জানুয়ারি সব যাত্রীর নমুনা সংগ্রহ করে কোভিড-১৯ পরীক্ষা করা হয়। করোনাভাইরাস টেস্টে ২৮ জন যাত্রীর পজিটিভ শনাক্ত হয়। যাত্রীদের মধ্যে ১৫ জন হোটেল নুরজাহানে, পাঁচজন ব্রিটানিয়ায়, চারজন হলিগেইটে, তিনজন লা রোজে এবং হলিসাইডে একজন ছিলেন। তাদেরকে খাদিমপাড়া ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে।
স্বাস্থ্য বিভাগ, সিলেট-এর সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান সিলেটে আসা কয়েকজন যুক্তরাজ্য প্রবাসীর করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে স্বীকার করেছেন। তবে, আক্রান্তদের স্ট্রেইন সম্পর্কে তিনি কোন তথ্য জানাতে পারেননি।
এদিকে, ২৮ জন আক্রান্ত হওয়ার দিনে সোমবার লন্ডন থেকে আরও ১৪৩ যাত্রী দেশে ফিরেছেন বলে জানিয়েছেন ওসমানী বিমানবন্দরের ব্যবস্থাপক হাফিজ উদ্দিন আহমদ।
স্বাস্থ্য বিভাগ জানায়, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দু’টি ল্যাব ছাড়াও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে অ্যান্টিজেন (র্যাপিড) টেস্ট, সিলেট বক্ষব্যাধি হাসপাতালে জিন এক্সপার্ট মেশিন দিয়ে টেস্ট ও বেসরকারিভাবে স্বেচ্ছাসেবী সংস্থা সীমান্তিক প্যাথলজি অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা হচ্ছে। লন্ডন থেকে বৃহস্পতিবার আসা ১৩০ জন যাত্রীর নমুনা পরীক্ষা করা হয় সীমান্তিক ল্যাবে। এ ল্যাবের রিপোর্টে ২৮ জনের করোনাভাইরাস পজিটিভ শনাক্ত হয়।
মতামত দিন