সম্মানহানির ভয়ে ওই নারী আসামিকে ভিন্ন ভিন্ন সময়ে ৩ লাখ টাকা দেন
রাজশাহীতে প্রাক্তন প্রেমিকার ব্যক্তিগত ছবি ও ভিডিও ধারণ এবং অর্থ দাবির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৫ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টায় বাগমারা থানার নামক এলাকা থেকে হারুনুর রশিদ (৩০) নামের ওই যুবককে গ্রেফতার করা হয়।
মঙ্গলবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টায় রাজশাহী মহানগর পুলিশ কমিশনারের (আরএমপি) কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়।
সংবাদ সম্মেলনে রাজশাহী মহানগর পুলিশ কমিশনার আবু কালাম সিদ্দিক বলেন, সোমবার বোয়ালিয়া থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন এক নারী। এর পরিপ্রেক্ষিতে আসামি হারুনুর রশিদকে গ্রেফতার করা হয়। এ সময় তার মোবাইল ফোন জব্দ করা হয়।
সংবাদ সম্মেলনে জানা যায়, ভুক্তভোগী নারী বোয়ালিয়া থানায় অভিযোগ করেন, আসামি হারুনুর রশিদের সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। প্রেমের সম্পর্কের জের ধরে বিভিন্ন সময়ে তার ছবি ও ভিডিও ধারণ করে রশিদ নিজের মোবাইল ফোনে সংরক্ষণ করে রেখেছিল। এক পর্যায়ে রশিদের সঙ্গে মনোমালিন্য হয়ে তাদের সম্পর্কে ভেঙে যায়। গত ১১ জানুয়ারি বিকেলে তিনি জানতে পারেন, রশিদ ভিন্ন নামে একটি ফেসবুক আইডি দিয়ে তার ছবি ও ভিডিও বিভিন্ন ব্যক্তিকে ম্যাসেঞ্জারে পাঠান। পরে ছবি ও ভিডিও মুছে ফেলার জন্য রশিদ তার কাছে ৩ লাখ টাকা দাবি করে। সম্মানহানির ভয়ে ওই নারী আসামিকে ভিন্ন ভিন্ন সময়ে ৩ লাখ টাকা দেন।
মতামত দিন