এর আগে ২৪ জানুয়ারি দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন্য নিয়মিত স্কুল-কলেজ খোলার দেওয়ার সিদ্ধান্তের কথা জানান শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপুমনি বলেছেন, এ বছরের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। সোমবার (২৫ জানুয়ারি) জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) উপস্থিত হয়ে এ কথা জানান তিনি।
তিনি বলেন, “স্কুল-কলেজ খুলে যাওয়ার ৩/৪ মাসের ভেতর যাতে সবাই পরীক্ষায় বসতে পারে এজন্য এ ব্যবস্থা নেওয়া হয়েছে।”
মহামারি করোনাভাইরাস পরিস্থিতির কারণে প্রায় বছরখানেক সব বন্ধ থাকায় যাতে পিছিয়ে পড়তে না হয় সেজন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
২৫ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে দেশের সকল স্কুল-কলেজগুলোকে আগামী ৪ ফেব্রুয়ারির পর খুলে দেওয়ার জন্য প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়। ওই একইদিন, মাধ্যমিকের একটি সংশোধিত সিলেবাস প্রকাশ করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম আমিরুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করে সিলেবাসটি প্রকাশ করা হয়।
এর আগে ২৪ জানুয়ারি দশম ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের নিয়মিত স্কুল-কলেজ খোলার দেওয়ার সিদ্ধান্তের কথা জানান মন্ত্রী দীপুমনি। বাকিদের সপ্তাহে একদিন ক্লাস খোলা থাকবে বলেও জানান তিনি।
মতামত দিন