ঢাকা-বরিশাল মহাসড়কের খাঞ্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে
বরিশালের গৌরনদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার (৫ ফেবুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের খাঞ্জাপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ট্রাকচালক মেহেন্দীগঞ্জ উপজেলার চরতোলা এলাকার কাদের বয়াতীর ছেলে আক্তার (৩০), পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা সুমনের ছেলে ট্রাক চালক সোহান (২২) ও বরিশাল জেলার কেতায়ালী থানা এলাকার উত্তর জাগুয়া গ্রামের আব্দুল আজিজের ছেলে ট্রাকের সহকারী রাসেল (২২)।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া জানান, বরিশালগামী একটি মিনি ট্রাক খাঞ্জাপুর সড়কে বিকল হয়ে পড়ে ছিল। সেটি টেনে নেওয়ার জন্য বরিশালগামী আরেকটি ট্রাক পাশে থামিয়ে রেখে রশি দিয়ে বাঁধছিলেন চালক ও হেলপার। এসময় পেছন থেকে বরিশালগামী একটি কাভার্ডভ্যান এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই চালক ও একজন সহকারী নিহত হন।
তবে কাভার্ড ভ্যানের কেউ হতাহত হয়েছেন কিনা জানাতে পারেনি পুলিশ।
মতামত দিন