গত শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে
নওগাঁর বদলগাছী উপজেলায় রাতের আঁধারে ৪ বিঘা জমির ৬শ’ আমগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার মথুরাপুর ইউনিয়নের গয়েশপুর গ্রামে।
গত শুক্রবার (৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, বছরখানেক আগে গয়েশপুর গ্রামের মির্জা ইউসুব আলী বিপ্লব, মাহবুব আলম চৌধুরী বাবু, হাটশাপিলা গ্রামের এলভি চৌধুরী ও মেহেদী চৌধুরী এই চার বন্ধু মিলে বাগানটি তৈরি করেন। প্রায় অধিকাংশ গাছে এবার মকুল এসেছে।
গয়েশপুর গ্রামের মির্জা আবু মুসা জানান, তিনি মসজিদে ফজরের নামাজ পড়তে যাওয়ার পথে বাগানের গাছগুলি কেটে ফেলা হয়েছে বলে দেখতে পান।
বাগান মালিক মির্জা ইউসুব আলী বিপ্লব বলেন, “আমরা এলাকায় সবুজের ছায়া দিতে চেয়েছিলাম। কিন্তু আমাদের এই স্বপ্ন চুরমার করে দিল। আমাদের কোন শত্রু নাই, কারও সাথে কোন বিরোধ নাই। তাহলে কোন শত্রুতার জের ধরে গাছগুলো কাটা হলো।” এ বিষয়ে বদলগাছী থানায় একটি অভিয়োগ করা হয়েছে বলেও জানান তিনি।
বদলগাছী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মদ বাগানটি পরিদর্শন করেছেন। তিনি বলেন, এ বিষয়ে থানায় একটি মামলা হয়েছে।
মতামত দিন