তাসনিম এই পুরস্কার বাংলাদেশের তৃণমূল পর্যায়ের নারী যারা প্রতিনিয়ত কৃষি, পোশাক শিল্প, মৎস্য খামার, নির্মাণ শিল্প, গৃহকর্মী ও বিদেশে প্রবাসী শ্রমিক হিসেবে কাজ করছেন তাদেরকে উৎসর্গ করেন
যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম "উইমেন অব দি ডিকেড ইন পাবলিক লাইফ অ্যান্ড ডিপ্লোম্যাসি অ্যাওয়ার্ড" পেয়েছেন।
রবিবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল অব উইমেন্স ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (বিআইবিসি-ডব্লিওআইসিসিআই)-এর উদ্যোগে আয়োজিত "উইমেন অন্ট্রাপ্রেনিওর সামিট-২০২১" এর ভার্চুয়াল অনুষ্ঠানে উইমেন্স ইন্ডিয়ান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডব্লিওআইসিসিআই) এই পুরস্কার প্রদান করে।
বাংলাদেশের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দুই দিনব্যাপী সামিটেরর ভার্চুয়াল সমাপনী অনুষ্ঠানে হাইকমিশনার সাঈদা মুনা তাসনিমকে এ পুরস্কার হস্তান্তর করেন।
বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ভিন্ন বিভাগে ২০২১ সালের জন্য ডব্লিউআইসিসিআই পুরস্কারে ভূষিত হন।
তাসনিম এই পুরস্কার বাংলাদেশের তৃণমূল পর্যায়ের নারী যারা প্রতিনিয়ত কৃষি, পোশাক শিল্প, মৎস্য খামার, নির্মাণ শিল্প, গৃহকর্মী ও বিদেশে প্রবাসী শ্রমিক হিসেবে কাজ করছেন তাদেরকে উৎসর্গ করেন।
হাইকমিশনার তাসনিম ষাট ও সত্তরের এর দশকে রাজনীতিতে নারীদের সমর্থন করার জন্য, ১৯৭১ এর মুক্তিযুদ্ধে সম্ভ্রম হারানো নারী ও যুদ্ধ শিশুদের পুনর্বাসনে মানবিক সহায়তা এবং সংবিধানের ২৮ নম্বর অনুচ্ছেদে নারীদের সমান অধিকারের নিশ্চয়তা দেয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।
হাইকমিশনার বিগত এক দশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারীদের অভূতপূর্ব ক্ষমতায়নের জন্য তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশকে ওয়ার্ল্ড ইকোনোমিক ফোরামের “গ্লোবাল জেন্ডার গ্যাপ ইনডেস্ক” এর শীর্ষস্থানে অধিষ্ঠিত করার কথাও উল্লেখ করেন।
ডা. দীপু মনির সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে অংশ নেন এশিয়া ইউনিভার্সিটি অব বাংলাদেশের চ্যান্সেলর মিসেস শেরি ব্লেয়ার।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো, বাংলাদেশে জাতিসংঘের আবাসিক কোঅর্ডিনেটর মিয়া সেপ্পো, ডাব্লিওআইসিসিআই-এর প্রতিষ্ঠাতা সভাপতি ড. হারবিন অরোরা এবং বাংলাদেশ-ইন্ডিয়া বিজনেস কাউন্সিল অব উইমেন্স ইন্ডিয়ান চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজ’র (বিআইবিসি-ডব্লিওআইসিসিআই) সভাপতি মিস মানতাসা আহমেদ।
এর আগে মাল্টার প্রেসিডেন্ট মেরি-লুই কোলেরো প্রেকা, কোস্টা রিকার প্রেসিডেন্ট লরা চিনচিলা মিরান্ডা, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং অস্ট্রেলিয়ার সাবেক প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড প্রমুখকে সম্মানজনক এই ডব্লিউআইসিসি পুরষ্কার প্রদান করা হয়।
মতামত দিন