জাহিদ মালেক বলেন, 'দেশে করোনা নিয়ন্ত্রন আছে বলেই উন্নয়নের চাকা চলমান আছে'
কোনো জাদুমন্ত্র দিয়ে বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে আসেনি বলে উল্লেখ করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।
শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে মানিকগঞ্জ পৌরসভার মিলনায়তনে পৌরসভার উন্নয়নকল্পে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা বিষয়ে আলোচানা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাহিদ মালেক বলেন, “দেশে করোনা নিয়ন্ত্রন আছে বলেই উন্নয়নের চাকা চলমান আছে। করোনা নিয়ন্ত্রন আজ এমনেই হয়নি। করোনা নিয়ন্ত্রণ কোন জাদুমন্ত্র দিয়ে হয়নি। এটা ম্যাজিক না, এটার পিছনে কাজ করতে হয়েছে। সমালোচনাকারীরা শুধু সমালোচনা করতে পারে, সমালোচনাকে উর্দ্ধে রেখে সঠিক ভাবে কাজ করলে এর সফলতা হবেই।”
মন্ত্রী বলেন, “শেখ হাসিনার নেতৃত্বে আজ আমরা করোনা মোকাবেলায় সক্ষম হয়েছি। করোনাভাইরাসের ভ্যাকসিনের জন্য বসে না থেকে গত মে মাস থেকে বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করেছি। আমরা ভ্যাকসিন দেওয়া শুরু করেছি, পৃথিবীর অনেক উন্নত দেশ এখনো ভ্যাকসিন পায়নি। ভ্যাসসিন দেওয়া ক্ষেত্রে আমাদের দেশ বিশ্বের নম্বরে রয়েছে।”
মতামত দিন