এ ঘটনার পর তেল ও পানিপড়ার ব্যবস্থা করা হয়েছে
বরিশাল শহরে একটি বেসরকারি নার্সিং কলেজের হোস্টেলের চার ছাত্রী “ভূতের” ভয়ের জের ধরে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) রাতে শহরের জমজম নার্সিং ইন্সটটিউটে এ ঘটনা ঘটে।
পরে তাদের বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর ওই চার ছাত্রী চিকিৎসা শেষে বাসায় ফেরেন। তারা সবাই ওই নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী।
শিক্ষা প্রতিষ্ঠানটির কর্তৃপক্ষ জানায়, দ্বিতীয় বর্ষে ৪৫ জন শিক্ষার্থী রয়েছেন। গত ৩ ফেব্রুয়ারি থেকে তাদের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা চলবে ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত। এ ঘটনায় আগামী শুক্রবার পর্যন্ত হোস্টেল বন্ধ রাখা হয়েছে।
জানা গেছে, ওই চার ছাত্রী শুক্রবার রাতে ছাদের ওপর হাঁটাচলার শব্দ পান। এছাড়া তাদের কক্ষের দরজায় আঘাতের শব্দ পান। এতে তারা ভয়ে অসুস্থ হয়ে পড়েন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক অভিভাবক বিষয়টি নিশ্চিত করে জানান, ভূতের ভয় পেয়ে তার মেয়ে হাসপাতালে ভর্তি হন।
জমজম নার্সিং ইন্সটিটিউটের শিক্ষক জালিস মাহমুদ বলেন, ছাত্রীরা খুবই ভীত হয়ে পড়েছিলো। তবে তারা কীভাবে ভয় পেলেন তা আসলে বোঝা যাচ্ছে না বলে উল্লেখ করেছেন প্রতিষ্ঠানের প্রধান খালেদা।
বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডের চিকিৎসক মো. সোলাইমান, ওই চার ছাত্রী একই কক্ষে ছিলেন। ধারণা করা হচ্ছে ভয় ও দুশ্চিন্তার কারণে তাদের মানসিক সমস্যা দেখা দিয়েছে। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। আশা করা যাচ্ছে, চারজন দ্রুত সুস্থ হয়ে উঠবেন।
ওয়ার্ডের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার ডা. মুহাম্মদ সামির বলেন, তাদের মানসিক সমস্যা দেখা হয়েছিল। তবে তারা দ্রুত সুস্থ হয়ে উঠছেন।
নার্সিং প্রতিষ্ঠানটি চেয়ারম্যান মাসুদুল আলম খান বলেন, এ ঘটনার পর মিলাদ দেওয়া হয়েছে এবং কলেজ ক্যাম্পাসে আরও আলোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের জন্য তেল ও পানিপড়ার ব্যবস্থা করা হয়েছে।
মতামত দিন