বাংলাদেশে ২৫ জানুয়ারি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিনের প্রথম চালান এসেছিল
অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনাভাইরাসের টিকার দ্বিতীয় চালান দেশে পৌছেছে। সোমবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ভারতীয় এয়ারলাইন্স স্পাইস জেটের একটি বিশেষ ফ্লাইট টিকার দ্বিতীয় চালান নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান বলেন, “বাংলাদেশ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা কোভিড-১৯ ভ্যাকসিনের আরও প্রায় ১০ লাখ ৫০ হাজার ডোজ পাবে। তবে প্রয়োজনের ভিত্তিতে পরিমাণটি ভিন্ন হতে পারে, কারণ আমাদের কাছে এই মুহূর্তে ৬০ লাখ ভ্যাকসিনের ডোজ রয়েছে। সুতরাং কোনও সঙ্কট হবে না।”
উল্লেখ্য, বাংলাদেশ অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ৩০ লাখ ডোজ সংগ্রহের জন্য এসআইআইয়ের সাথে গত বছরের ৫ নভেম্বর চুক্তি স্বাক্ষর করে। চুক্তি অনুসারে, সেরাম ইনস্টিটিউটের প্রতি মাসে বাংলাদেশে ৫০ লাখ ডোজ ভ্যাকসিন সরবরাহ করার কথা।
সে অনুযায়ী বাংলাদেশে ২৫ জানুয়ারি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিনের প্রথম চালান এসেছিল। এর আগে ২০ জানুয়ারি ভারত সরকার উপহার হিসেবে ভ্যাকসিনের ২০ লাখ ডোজ বাংলাদেশে পাঠিয়েছিল।
মতামত দিন