ঘটনার পর থেকে অভিযুক্ত মোস্তফা পলাতক রয়েছেন
জুয়া খেলতে বাধা দেয়ায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় এক গৃহবধূকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মোস্তফার বিরুদ্ধে।
সোমবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। নিহত আয়েশা খাতুন (৩০) উপজেলার বাতিয়া পূর্বপাড়া গ্রামের মোস্তফার স্ত্রী।
নিহতের বোন আমেনা খাতুনের অভিযোগ, তার বোন জামাই মোস্তফা জুয়া খেলাসহ বিভিন্ন অনৈতিক কাজ করাকে কেন্দ্র করে উভয়ের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকত। সোমবার বিকালে মোস্তফাকে জুয়া খেলতে যেতে বাধা দিলে তার বোন আয়েশাকে পিটিয়ে ও শ্বাসরোধ করে হত্যা করে লাশ বাড়ির পেছনে একটি গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালিয়ে যায়।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীদ মাহমুদ খান জানান, গাছের সাথে ওই গৃহবধূর ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠায়। গৃহবধূ আয়শাকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
ওসি জানান, ঘটনার পর থেকে অভিযুক্ত মোস্তফা পলাতক রয়েছেন। এ ঘটনায় নিহতের চাচা বাদী হয়ে সোমবার সন্ধ্যায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলার পর পরই তদন্ত শুরু করা হয়েছে।
মতামত দিন