‘সেনাবাহিনীর শীতকালীন মহড়ার অংশ হিসেবে নবীন সেনাদের একটি দল আনোয়ারায় প্রশিক্ষণে আসে। সোমবার এক সেনা সদস্য সাঙ্গু নদীতে নেমে নিখোঁজ হয়’
চট্টগ্রামের সাঙ্গু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সেনা সদস্যের লাশ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উদ্ধার করেছে ফায়ার ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিহত আসিফ হোসাইন নিশানের (২১) বাড়ি চট্টগ্রাম মহানগরীর হালিশহর এলাকায়। তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) ক্যাডেট।
ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমদ বলেন, “সোমবার বিকালে অনোয়ারা উপজেলার তৈলারদ্বীপ জেলেপাড়া এলাকায় সাঙ্গু নদীতে বন্ধুর সাথে গোসল করতে নামেন বিএমএর ক্যাডেট আসিফ হোসাইন। এরপর তিনি পানিতে ডুবে নিখোঁজ হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালায়। এ সময় ফায়ার সার্ভিসের সাথে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের টিমও যোগ দেন। মঙ্গলবার আমাদের একজন ডুবুরি লাশ খুঁজে পান, পরে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।”
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জোবায়ের আহমেদ বলেন, “সেনাবাহিনীর শীতকালীন মহড়ার অংশ হিসেবে নবীন সেনাদের একটি টিম আনোয়ারায় প্রশিক্ষণে আসে। সোমবার এক সেনা সদস্য (প্রশিক্ষণার্থী) সাঙ্গু নদীতে নেমে নিখোঁজ হয়।”
মতামত দিন