বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সংসদ সচিবালয় ক্লিনিকের টিকাদান কেন্দ্রে গিয়ে টিকা নেন তিনি
করোনাভাইরাসের টিকা নিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে সংসদ সচিবালয় ক্লিনিকের টিকাদান কেন্দ্রে গিয়ে টিকা নেন জাতীয় পার্টির “প্রধান পৃষ্ঠপোষক” রওশন। তার দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিটিতে এ তথ্য জানানো হয়।
এসময় তিনি বলেন, “ভ্যাকসিনটি সম্পূর্ণ নিরাপদ। মানুষের জীবন রক্ষার্থে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। সকলের এই ভ্যাকসিন গ্রহণ করা জরুরি।”
প্রসঙ্গত, ৭ ফেব্রুয়ারি দেশব্যাপী শুরু হয় টিকাদান কর্মসূচি। প্রাথমিকভাবে ৫৫ বছরের বেশি বয়সীদের জন্য টিকাদানের সিদ্ধান্তের কথা জানায় সরকার। পরে চল্লিশোর্ধ্বদের জন্য টিকাদান কর্মসূচিটি উন্মুক্ত করে দেওয়া হয়। এ পর্যন্ত প্রায় দুই মিলিয়ন মানুষ টিকা দেওয়া হচ্ছে।
মতামত দিন