এক নারী চকলেট বিক্রেতা মা ও শিশুকে উদ্ধার করে বাড়ি নিয়ে যায়, বর্তমানে মা ও শিশু দুজনই সুস্থ আছেন
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে সামনে এক মানসিক ভারসাম্যহীন নারীর (২৫) সন্তান প্রসবের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৯টায় শিমরাইল এলাকায় মহাসড়কের পাশে একটি বাস কাউন্টারের সামনে সন্তানটি প্রসব করেন এক মানসিক ভারসাম্যহীন নারী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত কয়েক বছর যাবৎ মানসিক ভারসাম্যহীন এ নারী সিদ্ধিরগঞ্জের শিমরাইলে ঘোরাঘুরি করতে দেখা যায়। গত কয়েক মাস আগে শিমরাইল মোড়ের কয়েকজন দোকানদার মিলে তাকে স্থানীয় একটি ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে আল্ট্রাসনোগ্রাম করানোসহ চিকিৎসা করায়।
বৃহস্পতিবার সকালে শিমরাইল মোড়ে ঘোরাঘুরিকালে প্রসব বেদনা শুরু হলে একটি বাস কাউন্টারের সামনে একটি ফুটফুটে কন্যা সন্তান প্রসব করে। এ সময় বাস কাউন্টারের সামনে নাসিমা নামে এক চকলেট বিক্রেতা নারী তাদের উদ্ধার করে। স্থানীয় মেথরপট্টিতে নিয়ে গোসল করিয়ে পরিস্কার পরিচ্ছন্ন করান। বর্তমানে মা ও নবজাতক তার তত্ত্বাবধায়নে রয়েছে।
এ বিষয়ে নাসিমা বেগম জানান, প্রায় ২ বছর যাবৎ এ এলাকায় ঘোরাঘুরি করে। মাঝে মাঝে চা-পানসহ খাওয়া দাওয়া করান তিনি।
তিনি আরো জানান, মা ও শিশু দুজনই সুস্থ আছে।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আরিফুল হক হাসান ঢাকা ট্রিবিউনকে জানান, এ ব্যাপারে তিনি কিছু জানেন না। খবর নিয়ে ব্যবস্থা নেয়া হচ্ছে।
মতামত দিন