বিক্ষোভকারীদের দাবি, গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে অতিরিক্ত নির্যাতনে লেখক মুশতাক আহমেদ মারা গেছেন
কারাগারে লেখক মুশতাক আহমেদের মৃত্যুর ঘটনায় রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেছে বিক্ষোভকারীরা।
তাদের দাবি, গাজীপুরের কাশিমপুর হাই-সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে অতিরিক্ত নির্যাতনে লেখক মুশতাক আহমেদ মারা গেছেন। এ ঘটনায় বিচার দাবি করছেন বিক্ষোভকারীরা।
প্রগতিশীল শিক্ষার্থীদের জোট টিএসসি এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে শাহবাগ ও পরিবাগ হয়ে অগ্রসর হয় এবং পরে শাহবাগ মোড় অবরোধ করে। এতে শাহবাগ মোড় সংযুক্ত রাস্তাগুলোতে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
গণতান্ত্রিক ছাত্র পরিষদের সভাপতি আরিফ মহিউদ্দিন বলেন, “এই সরকার পুরো ফ্যাসিবাদী সরকারের মতো কাজ করছে। তারা কারাগারের ভেতরে মুশতাককে হত্যা করেছে। আমরা সকল শিক্ষার্থী জড়ো করব এবং বিক্ষোভের মাধ্যমে এই স্বৈরাচারি ব্যবস্থাটিকে উপড়ে ফেলব। ”
এর আগে বৃহস্পতিবার রাতে মুশতাকের মৃত্যুর খবর পাওয়ার পরপরই এই ছাত্র সংগঠনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু স্মৃতি ভাস্কর্যের সামনে বিক্ষোভ প্রদর্শন করে।
মতামত দিন