ওই গাঁজা ব্যবসায়ীকে পরিয়ে রাখা হাতকড়াটি ত্রুটিপূর্ণ ছিল বলে ধারণা পুলিশের
সাতক্ষীরার দেবহাটা থানা থেকে কৌশলে হ্যান্ডকাপ খুলে পালিয়েছে জাকির হোসেন (৩২) নামে এক গাঁজা ব্যবসায়ী। সে দেবহাটা উপজেলার সেকেন্দ্রা গ্রামের বাসিন্দা।
বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে দেবহাটা থানা থেকে হাতকঢ়া খুলে দৌড়ে পালিয়ে যায় সে। বর্তমানে তাকে ধরতে দেবহাটার বিভিন্ন এলাকায় চিরুনি অভিযান চালাচ্ছেন র্যাব ও থানা পুলিশের সদস্যরা। এরআগে বুধবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পারুলিয়া থেকে জাকিরকে গাঁজাসহ গ্রেফতার করে র্যাব।
র্যাব-৬ এর ওয়ারেন্ট অফিসার মিজানুর রহমান বলেন, "বৃহস্পতিবার বিকাল সোয়া ৩টায় তাকে হস্তান্তরের জন্য দেবহাটা থানায় নিয়ে যাওয়া হয়। জানালার সঙ্গে জাকিরের হাতে হাতকড়া পরিয়ে হস্তান্তর প্রক্রিয়ার প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করছিল র্যাব ও পুলিশের সদস্যরা। পরে ৩টা ২৩ মিনিটে সুযোগ বুঝে কৌশলে হাতের অংশটি খুলে দৌড়ে থানা ভবন থেকে রাস্তায় বেরিয়ে পালিয়ে যায় জাকির।"
তাৎক্ষণিক দায়িত্বরত র্যাব ও পুলিশ সদস্যরাও তার পিছনে ধাওয়া করে। কিন্তু ততক্ষণে সে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখের আড়ালে চলে যায় বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, "প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জানালার সাথে জাকিরের হাতে পরিয়ে রাখা হাতকড়াটির ত্রুটি ছিল।"
এ বিষয়ে সাতক্ষীরার দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা বলেন, "সম্ভবত হাতকড়াটিতে ত্রুটি থাকায় জাকির কৌশলে পালাতে সক্ষম হয়েছে। তবে তাকে পুনরায় গ্রেফতারের জন্য র্যাব ও পুলিশের পক্ষ থেকে চিরুনি অভিযান চলছে। আইন শৃঙ্খলা বাহিনী শীঘ্রই জাকিরকে আইনের আওতায় আনতে সক্ষম হবে।"
মতামত দিন