প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কতৃপক্ষ
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় সিম গ্রুপ নামে একটি উৎপাদনমুখী কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায় নি।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাত ৯ টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের ঠাকুর বাড়িরটেক এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
আগুন নিয়ন্ত্রণে কাঞ্চন, আড়াইহাজার ও মাধবী ফায়ার সার্ভিসসহ এখন পর্যন্ত কাজ করছে ৮টি ইউনিট। তবে প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত জানা যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস কতৃপক্ষ।
জানা গেছে, জামালপুর-৫ আসনের সংসদ সদস্য (এমপি) প্রকৌশলী মোজাফফর হোসেনের মালিকানাধীন এ কারখানাটিতে তুলা থেকে সুতা ও বিস্কুট তৈরী করা হত।
শ্রমিক ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার রাত ৯ টার দিকে সিম গ্রুপের বিস্কুট ও তুলা থেকে সুতা তৈরীর কারখানায় হঠাৎ করে আগুন ধরে যায়। এ সময় আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে যেতে থাকলে শ্রমিকরা আগুন আগুন বলে চিৎকার করে বাইরে বেরিয়ে যায়।
পরে শ্রমিকরা পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। অগ্নিকান্ডের খবর পেয়ে কাঞ্চন, আড়াইহাজার ও মাধবী ফায়ার সার্ভিসের প্রথমে ৩টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ শুরু করেন। পরে ডেমরা সার্ভিসসহ আরো ৫টি ইউনিট কাজ ঘটনাস্থলে পৌঁছায়।
কাঞ্চন ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ-আলম জানান, কাঞ্চন, আড়াইহাজার ও মাধবদী ফায়ার সার্ভিসসহ এখন পর্যন্ত ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
এখনো আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। ফায়ার সার্ভিসের কর্মী আগুন নিয়ন্ত্রের চেষ্টা চালাচ্ছেন। তিনি আরো জানান, এখনই অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বলা যাচ্ছে না।
মতামত দিন