তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ভার্ক এর রাজশাহী জেলার মোহনপুর উপজেলার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন
নওগাঁর মান্দা উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কে দ্রুতগামী ট্রাকের ধাক্কায় এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) দেলুয়াবাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাদ্দাম হোসেন (৩০) নওগাঁর মান্দা উপজেলার গোয়াল মান্দা খোয়ারপাড়া গ্রামের মমতাজ হোসেনের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা ভার্ক এর রাজশাহী জেলার মোহনপুর উপজেলার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিনুর রহমান জানান, সাদ্দাম হোসেন সকালে নওগাঁর মান্দা উপজেলার গোয়াল মান্দা খোয়ারপাড়া গ্রাম থেকে একটি মোটরসাইকেলযোগে তার কর্মস্থল রাজশাহী জেলার মোহনপুর উপজেলায় যাওয়ার সময় বিপরীতগামী একটি মিনি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাদ্দাম হোসেন মারা যান। ঘটনার পর পর ট্রাকটি রেখে চালক ও সহযোগী পালিয়ে যান।
তিনি আরও বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দ করে থানায় নিয়েছে পুলিশ। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
চলতি বছরের জানুয়ারিতে সারা দেশে ৪২৭টি সড়ক দুর্ঘটনায় কমপক্ষে ৪৮৪ জন নিহত এবং ৬৭৩ জন আহত হয়েছেন।
রোড সেফটি ফাউন্ডেশনের (আরএসএফ) তথ্যমতে, গত বছরের একই সময়ের তুলনায় সড়ক দুর্ঘটনা ২৫.৫৮% এবং হতাহতের সংখ্যা ৮.৭৬% বেড়েছে।
গত ৬ ফেব্রুয়ারি আরএসএফ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত জানুয়ারিতে ৩৪০টি সড়ক দুর্ঘটনায় ৪৪৫ জন নিহত হন।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারির মধ্যে সারা দেশে ১৫৯টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৮ জন মারা গেছেন, যা মোট নিহতের ৩৪% এবং মোট দুর্ঘটনার ৩৭.২৩%।
মতামত দিন