আসামিদের গ্রেফতারে অভিযান চলছে
বগুড়ার গাবতলী উপজেলায় গার্মেন্টেসের এক কর্মীকে (২০) হাত-পা বেঁধে রাস্তা থেকে তুলে বাঁশঝাঁড়ে নিয়ে
ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে এ ঘটনায় চারজনের বিরুদ্ধে মামলা করেছেন ওই তরুণী। এর আগে গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় ধর্ষণের ঘটনা ঘটে।
মামলার আসামিরা হলেন--গাবতলী উপজেলার হারুন মোল্লা (১৯), রায়হান প্রামাণিক (১৯), সবুজ মোল্লা (২২) ও তৌহিদ মোল্লা (২৩)।
পুলিশ ও মামলার এজাহার সূত্র জানা যায়, ওই তরুণী প্রতিদিনের মত গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যার দিকে কর্মস্থল থেকে হেঁটে বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা পৌনে ৭টার দিকে লুকিয়ে থাকা হারুণ, রায়হান, সবুজ ও তৌহিদ তার পথরোধ করে। এরপর তারা তার মুখ চেপে ধরে রশি দিয়ে হাত-পা বেঁধে ফেলে এবং সবুজের বাড়ির পাশে বাঁশঝাঁড়ে নিয়ে হারুন মোল্লা ধর্ষণ করে। পরে স্থানীয়রা তরুণীকে উদ্ধার করে বাড়ি পৌঁছে দেন।
এ বিষয়ে পরিদর্শক (অপারেশন) লাল মিয়া জানান, রবিবার ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা করা হবে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।
মতামত দিন