তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি
কারওয়ান বাজারের হাসিনা মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টা ৯ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুম।
পরে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট গিয়ে রাত ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মাহফুজ রিভেন বলেন, একটি টিনশেডের মার্কেট থেকে আগুনের সূত্রপাত হয়। আগ্নিকাণ্ডের কারণ নিশ্চিত হওয়া যায়নি।
মতামত দিন