সূচকটিতে সামগ্রিকভাবে ১০০ এর মধ্যে ৫০ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ
বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে দক্ষিণ এশিয়ায় সবচেয়ে পিছিয়ে আছে বাংলাদেশ। এছাড়া বিশ্বের ১১৩টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৪তম।
গত ২৩ ফেব্রুয়ারি কর্টেভা এগ্রিসায়েন্সের পৃষ্ঠপোষকতায় দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) জিএফএসআই ২০২০ প্রকাশ করেছে।
সূচকটিতে সামগ্রিকভাবে ১০০ এর মধ্যে ৫০ পয়েন্ট অর্জন করেছে বাংলাদেশ। এর আগে ২০১৮ সালে এই স্কোর ছিল ৫১.৬। এ বছর এটি আরও ১ দশমিক ৬ পয়েন্ট কমেছে। ফলে এ নিয়ে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো নেমেছে।
খাদ্যের পুষ্টিমাণ ভালো থাকা, খাদ্যশস্য নষ্ট কম হওয়া ও কৃষি উৎপাদনে অস্থিরতার কম হওয়ার মত সূচককে অর্জন হিসেবে এ বিবেচনা করে নবম বার্ষিক বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচক (জিএফএসআই) এই তথ্য প্রকাশ করেছে।
তবে বাংলাদেশের অবস্থার অবনতির পেছনে দায়ী হিসেবে চিহ্নিত হয়েছে প্রধানত খাদ্যতালিকায় বৈচিত্র্য নিশ্চিতকরণ, প্রাকৃতিক সম্পদের যেমন কৃষি জমি ও জলের উত্তম ব্যবহার এবং জলবায়ু-সহিষ্ণু কৃষি বাস্তবায়নে দুর্বল কার্যকারিতা।
প্রসঙ্গত, ২০১২ সাল থেকে দ্য ইআইইউ খাদ্য সামর্থ্য, প্রাপ্যতা, গুণমান ও সুরক্ষার মত তিনটি ক্যাটাগরি বিবেচনা করে জিএফএসআই প্রকাশ করে আসছে।
এ বছর নতুন করে ‘প্রাকৃতিক সম্পদ ও জলবায়ু অভিযোজন (ন্যাচারাল রিসোর্সেস ও রিসিলিয়েন্স)’ চতুর্থ ক্যাটাগরি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
মতামত দিন