ঢাকা-রংপুর মহাসড়কের পাশে বাঘোপাড়া এলাকায় একটি গ্যারেজে ট্রাক মেরামত করা হচ্ছিল
বগুড়া সদর উপজেলায় শখের বশে এক রঙ মিস্ত্রি ট্রাক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে চাপা দেওয়ায় এক ব্যক্তি নিহত হয়েছেন। রবিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার বাঘোপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম রঞ্জন কর্মকার (৩২)। পেশায় তিনি একজন কামার। রঞ্জন উপজেলার নুনগোলা ইউনিয়নের আশোকোলা কামারপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা-রংপুর মহাসড়কের পাশে বাঘোপাড়া এলাকায় একটি গ্যারেজে ট্রাক মেরামত করা হচ্ছিল। রবিবার দুপুর ১টার দিকে গ্যারেজে কেউ না থাকায় রঙ মিস্ত্রি লিটন ট্রাক চালানোর উদ্যোগ নেন। শখের বসে তিনি ট্রাক গ্যারেজ থেকে বের করেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে তিনি মহাসড়কের পাশে একটি কামারের দোকান ঘর চাপা দেন। এতে দোকানে থাকা রঞ্জন কর্মকার ঘটনাস্থলেই নিহত হন। দুর্ঘটনার পরপরই লিটন ট্রাক ফেলে পালিয়ে যান।
হাইওয়ে পুলিশের গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, ট্রাক জব্দ করা হয়েছে। দুর্ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
মতামত দিন