‘বাংলাদেশের গণমাধ্যম অনেক অর্থেই আমাদের (ভারত) গুরুত্বপূর্ণ অংশীদার’
ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, বাংলাদেশের গণমাধ্যম প্রাণবন্ত, স্বাধীন, বৈচিত্রপূর্ণ এবং অত্যন্ত সোচ্চার।
সোমবার (১ মার্চ) রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে (জেপিসি) সংস্কারকৃত মিডিয়া সেন্টারের উদ্বোধনকালে তিনি মন্তব্য করেন, “বাংলাদেশের গণমাধ্যম অনেক অর্থেই আমাদের (ভারত) গুরুত্বপূর্ণ অংশীদার।”
নয়াদিল্লি ভারত ও বাংলাদেশের মধ্যে সর্বোত্তম বোঝাপড়া নিশ্চিত করার উপর জোর দেয় মন্তব্য করে দোরাইস্বামী বলেন, বাংলাদেশ ও ভারতের বন্ধুত্ব প্রতিষ্ঠিত হয় ১৯৭১ সালে এবং দুই দেশের মধ্যে অংশীদারিত্ব এগিয়ে যাচ্ছে। এক্ষেত্রে বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভারত সবসময় বাংলাদেশের গণমাধ্যমের প্রতি মনোযোগ দেয়।
জেপিসি এমন একটি স্থান যা বাংলাদেশের চেতনা ধারণ করে উল্লেখ করে তিনি বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সংগ্রামের ইতিহাসকে ভারত মূল্যায়ন এবং শ্রদ্ধা করে।
উল্লেখ্য, ভারতীয় হাই কমিশন জেপিসি’তে মিডিয়া সেন্টারের সুবিধা উন্নীতকরণ ও সম্প্রসারণে সহায়তা করেছে। জেপিসির সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক ইলিয়াস খান, যুগ্ম সম্পাদক মইনুল আলম ও কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।
মতামত দিন