যুক্তরাষ্ট্রের মিশিগান আদালতে মানহানির এ মামলাটি করে বঙ্গবন্ধু পরিষদ
আলজাজিরার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মিশিগানের ফেডারেল আদালতে ৪ হাজার কোটি টাকার মানহানির মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২ মার্চ) স্থানীয় সময় সকালে যুক্তরাষ্ট্রের মিশিগানের ফেডারেল আদালতে এ মামলার কার্যক্রম শুরু হয় এবং ডকেটে ওঠে। গত ২২ ফেব্রুয়ারি মামলাটি যুক্তরাষ্ট্রের মিশিগানের ফেডারেল আদালতে করা হলেও এটি প্রক্রিয়ায় যেতে কিছুটা সময় লাগে।
মানহানির ধারায় এ মামলায় আসামি করা হয়েছে আলজাজিরার ইংরেজি টিভি, আলজাজিরার মিডিয়া নেটওয়ার্ক, কনক সারওয়ার, ইলিয়াস হোসেন, শায়ের জুলকারনাইন সামি, দেলোয়ার হোসেন ও ডেভিড বার্গম্যানকে।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, বাংলাদেশি প্রবাসীদের করা এ মামলাটিতে বাদী হয়েছেন দুই প্রতিষ্ঠান ও তিন ব্যক্তি।
বাদীরা হলেন- যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদ, এ পরিষদের সভাপতি ড. রাব্বী আলম, যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু কমিশন, এ কমিশনের চেয়ারম্যান কৃষিবিদ শেরে আনাম রাসু, বঙ্গবন্ধু কেন্দ্রীয় কমিশনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও স্প্যান শাখার সভাপতি রিজভী আলম।
মতামত দিন