বৃহস্পতিবার (৪ মার্চ) গাজীপুরের শ্রীপুর উপজেলায় এ ঘটনা ঘটে
গাজীপুরের শ্রীপুর উপজেলায় গোয়াল ঘরে মশা তাড়ানোর জন্য দেওয়া ধোঁয়ার আগুনে এক কৃষকের চারটি গরু পুড়ে মারা গেছে। এসময় আরও দুটি গরু দগ্ধ হয়।
বৃহস্পতিবার (৪ মার্চ) দিবাগত রাতে উপজেলার গাজীপুর ফাজিল মাদ্রাসার পাশে কৃষক আব্দুল খালেকের ঘরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কৃষক আব্দুল খালেক জানান, সম্প্রতি মশার উপদ্রব বেড়ে যাওয়ায় মশা থেকে গরুকে রক্ষা করার জন্য গোয়াল ঘরে ধোঁয়া দেওয়া হয়। গোয়াল ঘরে ছয়টি গরু রশি দিয়ে বেঁধে রেখে তিনি ঘুমাতে যান। রাত ১২টার দিকে গোয়াল ঘরে আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া দেখে প্রতিবেশীদের চিৎকারে তিনি ঘুম থেকে উঠেন।
পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নেভালেও গোয়াল ঘরে থাকা থাকা ছয়টি গরু পুড়ে যায়। এরমধ্যে চারটি মারা গেছে। বাছুরসহ অপর একটি গরুর অবস্থাও আশঙ্কাজনক।
ধারণা করা হচ্ছে, মশা তাড়ানোর জন্য দেয়া ধোঁয়ার আগুন থেকেই এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।
মতামত দিন