এই প্রতিকৃতি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত হয়ে বাংলাদেশের জন্য নতুন রেকর্ড সৃষ্টি করবে
বগুড়ার শেরপুর উপজেলার বালেন্দা গ্রাম। ভবানীপুর ইউনিয়নের নিভৃত এই পল্লীর বুকে ফুটিয়ে তোলা হয়েছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি।
৩৩ একর জমির ওপর ৪০০ মিটার লম্বা এই প্রতিকৃতি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে অন্তর্ভুক্ত হয়ে বাংলাদেশের জন্য নতুন রেকর্ড সৃষ্টি করবে। এর নাম দেওয়া হয়েছে “শস্যচিত্রে বঙ্গবন্ধু”।
সুবজ ও ঘন বেগুনি ধানগাছের চারায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে তার প্রতিকৃতি ফুটিয়ে তোলার উদ্যোগ নিয়েছে “শস্যচিত্রে জাতির পিতা বঙ্গবন্ধু জাতীয় পরিষদ”। এই আয়োজনে সার্বিক সহযোগিতায় রয়েছে ন্যাশনাল অ্যাগ্রিকেয়ার।
ন্যাশনাল এগ্রিকেয়ারের ব্যবস্থাপক মুহাম্মদ আসাদুজ্জামান বার্তা সংস্থা এএফপিকে বলেন, গত মাসে ফসলের জমির বুকে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুটে ওঠে। সেদিন থেকেই সারা দেশ থেকে শত শত দর্শনার্থী এটি দেখতে আসছেন।
প্রতিকৃতি তৈরি করতে ন্যাশনাল এগ্রোকেয়ার চীন থেকে বেগুনি ধানের বীজ নিয়ে আসে। সঙ্গে ব্যবহার করা হয় দেশের সবুজ ধানের চারা। এই কাজে সাহায্য করেছে চারুকলার শিক্ষার্থী, শত শত স্বেচ্ছাসেবী এবং স্থানীয় লোকজন।
বিশাল এই উদ্যোগের এক কর্মী শ্রীমতি মায়ারানি রবিদাস বলেন, “তিনি আমাদের জাতির পিতা। তার কারণে আমরা স্বাধীনতা পেয়েছি। আমরা ধানের চারা রোপন করছিলাম, যেগুলো এখন তার কান, নাক ও চোখে পরিণত হয়েছে; খুব ভালো লাগছিলো। তিনি আমাদের কাছে জীবন-মরণের মতো।”
এদিকে এই প্রতিকৃতির নাম গিনেস বুকস অব ওয়ার্ল্ড রেকর্ডসে লেখানোর জন্য ভিডিওসহ প্রয়োজনীয় দলিল গিনেজ কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। আগামী ১৭ মার্চে বঙ্গবন্ধুর জন্মদিনে নতুন বিশ্বরেকর্ড অর্জন উদযাপন করা যাবে বলে আশা করা হচ্ছে।
জানা গেছে, এর আগে ২০১৯ সালে রেকর্ডধারী চীনে তৈরি শস্যচিত্রটির আয়তন ছিল ৮ লাখ ৫৫ হাজার ৭৮৬ বর্গফুট। আর শস্যচিত্রে বঙ্গবন্ধুর প্রতিকৃতির আয়তন হবে ১২ লাখ ৯২ হাজার বর্গফুট। শস্যচিত্রটির দৈর্ঘ্য ৪০০ মিটার এবং প্রস্থ ৩০০ মিটার।
মতামত দিন