‘কিশোরী দুইজনের নিখোঁজের ব্যাপারে কারও কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা হয়নি’
জামালপুরে শিশু পুনর্বাসন ও প্রশিক্ষণ কেন্দ্র থেকে নিখোঁজের ২৬ দিন পর দুই কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শনিবার (২৭ মার্চ) বিকেলে গাজীপুর জেলার চান্দরা এলাকার একটি বাড়ি থেকে তাদের উদ্ধার করা হয়।
রবিবার (২৮ মার্চ) দুপুরে পিবিআই জামালপুরের পুলিশ সুপার এম এম সালাহ উদ্দীন জানান, গত ১ মার্চ জামালপুর পৌর শহরের শেখেরভিটার শেখ রাসেল শিশু পুনর্বাসন ও প্রশিক্ষণ কেন্দ্র বালিকা শাখা থেকে দুই কিশোরী বাইরে খেলাধুলা করার সময় পালিয়ে যায়।
পরে নিখোঁজ এক কিশোরীর মা গত ১৬ মার্চ জামালপুর শিশু ও নারী নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালত-১ এ একটি মামলা দায়ের করেন।
পিবিআইকে মামলার তদন্তভার দেয়া হলে শনিবার বিকেলে গাজীপুর জেলার চান্দরা এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করা হয়। গতকাল রবিবার তাদের আদালতে প্রেরণ করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এক কিশোরীর প্ররোচনায় তার সঙ্গে পালিয়ে যায় অপর কিশোরী। প্ররোচণা দেওয়া কিশোরী এর আগেও বিভিন্ন অপরাধের সংস্পর্শে ছিল। তার বাড়ি গাজীপুর। পালিয়ে যাওয়া অপর কিশোরীর বাড়ি জামালপুর সদর থানায়।
পুলিশ কর্মকর্তা এম এম সালাহ উদ্দীন বলেন, “কিশোরী দুইজনের নিখোঁজের ব্যাপারে কারও কোনো সংশ্লিষ্টতা না পাওয়ায় এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।”
মতামত দিন