মাঙ্কিপক্স: শাহজালাল থেকে হাসপাতালে তুরস্কের নাগরিক

মঙ্গলবার বিমানবন্দরের একজন স্বাস্থ্য কর্মকর্তা জানান, ৩২ বছর বয়সী তুরস্কের ওই নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে

মাঙ্কিপক্স সন্দেহে তুরস্কের একজন নাগরিককে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মহাখালীর সংক্রমক ব্যাধি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাস্থ্য কর্মকর্তা ড. শাহরিয়ার সাজ্জাদ ঢাকা ট্রিবিউনকে মঙ্গলবার (৭ জুন) এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি বলেন, “মাঙ্কিপক্স সন্দেহে ৩২ বছর বয়সী তুরস্কের ওই নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি একটি তুর্কি ফ্লাইটে দুপুর সাড়ে ১২টার দিকে বিমানবন্দরে নামেন। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে হাসপাতালে নেওয়া হয়।”

ADVERTISEMENT

×