Thursday, April 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

বাংলা বর্ণমালা থেকে ৭ অক্ষর বাদ পড়ার গুঞ্জন মিথ্যা

বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেন বলেন, বাংলা একাডেমি এমন কোনো সিদ্ধান্ত নেয়নি

আপডেট : ১৫ মার্চ ২০২৩, ০৫:৪২ পিএম

২০২৪ সালে বাংলা বর্ণমালা থেকে সাতটি অক্ষর বাদ দেওয়া হবে এমন একটি বার্তার স্ক্রিনশট ছড়িয়ে পড়েছে, যা সত্য নয় বলে জানিয়েছেন কর্মকর্তারা।

ভুয়া ওই বার্তায় বাংলা একাডেমির সভাপতি সেলিনা হোসেনের বরাত দেওয়া হয়েছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই স্ক্রিনশট নিয়ে শুরু হয়েছে সমালোচনা।

স্ক্রিনশটটিতে বলা হয়, ২০২৪ সাল স্বরবর্ণের তিনটি বর্ণমালা ও ব্যাঞ্জন বর্ণের চারটি বর্ণমালা বাদ দেওয়া হবে।

এ বিষয়ে সেলিনা হোসেন বলেন, আমি এ বিষয়ে কিছুই জানি না। শুধু শুনেছি। বাংলা একাডেমি এমন কোনো সিদ্ধান্ত নেয়নি। যারা এ ধরনের বার্তা ছড়াচ্ছে তারা গুজব ছড়াচ্ছে।

About

Popular Links