ধর্মীয় অনুভূতিতে "আঘাতের" অভিযোগে অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত দু'টি বইয়ের প্রকাশ, বিক্রি, বিতরণ ও বিপণন নিষিদ্ধ করেছেন হাইকোর্ট।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাই কোর্ট বেঞ্চ নিষেধাজ্ঞার এই আদেশ দেন।
এর আগে সুপ্রিম কোর্টের আইনজীবী আজহারুল্লাহ ভূঁইয়া বই দু'টি নিয়ে অভিযোগের বিষয়টি আদালতের নজরে আনেন।
নিষিদ্ধ হওয়া বই দু'টি হলো-"দিয়া আরেফিন" ও "দিয়া আরেফিন’র নানীর বাণী"। "সৃষ্টিঘর প্রকাশনা" থেকে বই দু'টি প্রকাশ করা হয়েছে।
এবিষয়ে আইনজীবী আজহারুল্লাহ ভূঁইয়া বলেন, বই দুটিতে "ধর্মীয় ও ব্যক্তিগত" স্বাধীনতার ওপর "আঘাত করা হয়েছে"। বিষয়টি আমি হাইকোর্টের নজরে আনি। পরে হাইকোর্ট স্বপ্রণোদিত হয়ে বই দু'টি প্রকাশ, বিক্রি, বিতরণ ও বিপণন নিষিদ্ধ করেন।
বইমেলা থেকে বই দু'টি সরিয়ে নিতে বাংলা একাডেমির মহাপরিচালককে নির্দেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে আদেশ বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব এবং ঢাকা ও নারায়ণগঞ্জের জেলা প্রশাসককে (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে।