Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

আওয়ামী লীগ ধ্বংসস্তূপে দাঁড়িয়ে সৃষ্টির পতাকা ওড়ায়: কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানান, ‘ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আমরা সৃষ্টির পতাকা ওড়াই—এটাই আওয়ামী লীগের ইতিহাস।’

আপডেট : ১৫ আগস্ট ২০১৮, ০৪:১৫ পিএম

জাতীয় শোকের দিনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ‘জনগণকে সঙ্গে নিয়ে’ সাম্প্রদায়িক অপশক্তিকে প্রতিহত করার শপথ গ্রহণের কথা উল্লেখ্য করে তিনি এমন মন্তব্য করেন। 

বুধবার (১৫ আগস্ট) জাতীয় শোক দিবসে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা জানান। 

তিনি আরও জানান, আমাদের শপথ হবে শেখ হাসিনার নেতৃত্বে যেকোনও অপশক্তি, বিশেষ করে সাম্প্রদায়িক অপশক্তিকে আমরা জনগণকে সঙ্গে নিয়ে পরাজিত করবো, প্রতিহত করবো। 

আওয়ামী লীগের ইতিহাসের কথা বর্ণনা করতে গিয়ে ওবায়দুল কাদের জানান, ‘আমরা শঙ্কার মধ্যেই এগিয়ে যাই। মৃত্যুর মিছিলে দাঁড়িয়ে আমরা জীবনের জয় গান গাই, ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে আমরা সৃষ্টির পতাকা ওড়াই—এটাই আওয়ামী লীগের ইতিহাস’।

শোকের দিনে তিনি সবাইকে উদ্দেশ্য করে বলেন, ‘আজ বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জ্ঞাপনেই সীমিত থাকলে চলবে না। আমরা যদি আজ বঙ্গবন্ধুর সততা, বঙ্গবন্ধুর সাহসের দৃষ্টান্ত যদি অনুসরণ করি, তাহলেই তার প্রতি যথাযথ শ্রদ্ধা নিবেদন করা হবে।’

বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড কথা উল্লেখ্য করে কাদের জানান, ‘পৃথিবীতে জুলিয়াস সিজার থেকে শুরু করে যত রাজনৈতিক হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে তার মধ্যে সবচেয়ে নৃশংসতম, বর্বর ও পৈশাচিক হত্যাকাণ্ড হচ্ছে পঁচাত্তরের ১৫ই আগস্টের এই হত্যাকাণ্ড। অন্যান্য রাজনৈতিক হত্যাকাণ্ডে অবলা নারী ছিল না, অবুঝ শিশু ছিল না, অন্তঃসত্ত্বা নারী ছিল না। কিন্তু এখানে ছিল।’

About

Popular Links