Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

ইতালিতে করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা বেড়ে ৮৮৮, নিহত ২১

আক্রান্তদের মধ্যে ৫৩১ জনই দেশটির উত্তর লম্বার্ডি অঞ্চলের বাসিন্দা

আপডেট : ২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৩:৩৪ পিএম

ইতালিতে কোভিড-১৯ নামে নতুন করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৮৮ জনে। যার মধ্যে ২১ জন মারা গেছেন এবং ৪৬ জন সুস্থ হয়ে উঠেছেন।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। আক্রান্তদের ৮৮৮ জনের মধ্যে ৫৩১ জনই দেশটির উত্তর লম্বার্ডি অঞ্চলের বাসিন্দা বলেও জানিয়েছে মন্ত্রণালয়টি।

এছাড়া, উত্তর ভেনেতো অঞ্চলে ১৫১ জন, এমিলিয়া-রোমাগনায় ১৪৫ জন, লিগুরিয়ায় ১৯ জন, পাইডমন্টে ১১ জন, টুসনিতে ৮ জন, মার্সে ৬ জন, সিসিলিতে ও ক্যাম্পানিয়াতে ৪ জন করে, লাজিও ও পুগলিয়ায় তিন জন করে এবং আব্রুজ্জো, ক্যালাব্রিয়া এবং স্বায়ত্তশাসিত বল্জানোতে ১ জন আক্রান্ত হয়েছেন।

সিভিল প্রোটেকশন বিভাগের প্রধান অ্যাঞ্জেলো বোরেলি এসব তথ্য জানিয়ে বলেন, “আজ তিন জন মারা গেছেন। তাদের মধ্যে দুজন ৮০ বছরের বেশি বয়সী এবং অপর জন ৭০ বছরের বেশি বয়সী।”

বোরেলি আরও জানান, বর্তমানে ৪১২ জন কোয়ারেন্টাইনে, ৩৪৫ জন হাসপাতালে ভর্তি এবং ৬৪ জন নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।About

Popular Links