Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

প্রাইভেটকারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫জন নিহত

ঘটনাস্থলেই প্রাইভেটকারের তিন যাত্রী আগুনে দগ্ধ হয়ে মারা যান

আপডেট : ০১ মার্চ ২০২০, ০৫:১৬ পিএম

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় প্রাইভেটকারের সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন নিহত হয়েছে। রবিবার (১ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার দিগনগরে ঢাকা-বরিশাল মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ করছেন। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।

ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জানান, কুয়াকাটা থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি প্রাইভেটকার উপজেলার দিগনগরে স্পিড ব্রেকার পার করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে সেটি রাস্তার পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। 

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ঘটনাস্থলেই প্রাইভেটকারের তিন যাত্রী আগুনে দগ্ধ হয়ে মারা যান। কারটি থেকে আরও দুইজনকে উদ্ধার করে ভাঙ্গা হাসপতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।  

   

About

Popular Links

x