Tuesday, March 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

সুবর্ণ এক্সপ্রেসের বগিতে আগুন, অল্পের জন্য রক্ষা

মো. আবদুল কাদের জানান, 'অল্পের জন্য জীবনটা ফিরে পেলাম'

আপডেট : ০১ মার্চ ২০২০, ০৫:৪১ পিএম

ঢাকা থেকে চট্টগ্রামগামী বিরতিহীন আন্তঃনগর সুবর্ণ এক্সপ্রেসের একটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রবিবার (১ মার্চ) সকালে কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশনে এ ঘটনা ঘটে। 

স্থানীয় ও রেলওয়ের প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, রবিবার সকাল ৯টার দিকে সুবর্ণ এক্সপ্রেস লাকসাম রেলওয়ে জংশন অতিক্রম করার সময় হঠাৎ একটি বগির নিচে আগুন দেখা যায়। পরপরই রেলকর্মী ও যাত্রীরা চিৎকার শুরু করলে চালক ট্রেন থামান। এ সময় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়ে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি।

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থ ৬৫০৮ নম্বর বগিটিতে প্রায় ৬০ জন যাত্রী ছিল। ওই বগির যাত্রীদের ট্রেনের অন্য বগিতে তুলে নেওয়া হয়। পরে ক্ষতিগ্রস্ত বগিটি রেখে ট্রেনটি একঘণ্টা বিলম্বে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যায়।

দুর্ঘটনা কবলিত সুবর্ণ এক্সপ্রেসের যাত্রী মো. আবদুল কাদের জানান, "অল্পের জন্য জীবনটা ফিরে পেলাম। যদি অগ্নিকাণ্ড পুরো বগি কিংবা উপরাংশে ছড়িয়ে পড়তো, তাহলে হয়তো আগুনে পুড়েই মরে যেতাম।" 

লাকসাম রেলওয়ে জংশন যান্ত্রিক বিভাগের ট্রেন একজামিনার আক্তার হোসেন জানান, ট্রেনের চাকা ও স্প্রিংয়ের ঘর্ষণের ফলে এ দুর্ঘটনা ঘটে।

   

About

Popular Links

x