Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

সহপাঠীকে উত্ত্যক্ত করায় কারাগারে চবি শিক্ষার্থী

অভিযুক্তকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত

আপডেট : ০২ মার্চ ২০২০, ১১:০১ এএম

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) এক ছাত্রীকে উত্যক্তের অভিযোগে বিশ্ববিদ্যালয়ের অপর এক ছাত্রকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১ মার্চ) রাত ১০টার দিকে হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমীন এই দণ্ডাদেশ দেন বলে ইউএনবি'র একটি খবরে বলা হয়। অভিযুক্ত প্রবীর ঘোষ চবির যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী।

ভুক্তভোগী ছাত্রী জানান, দীর্ঘ চারবছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ও বিভিন্নভাবে প্রবীর তাকে উত্ত্যক্ত করে আসছে। রবিবার আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অনুষ্ঠান শেষে রাত পৌনে ৯টায় বাসায় ফেরার পথে বিশ্ববিদ্যালয়ের কাটা পাহাড় রুটে পিছন থেকে এসে প্রবীর জোর করে তাকে রং মাখিয়ে দেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এসময় অন্য সহপাঠীরা প্রবীরকে ধরে পুলিশ বক্সে নেয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে পাঠানো হয়।

যোগাযোগ করা হলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, "মৌখিকভাবে বিষয়টি আমি জেনেছি। ভুক্তভোগীর লিখিত অভিযোগের ভিত্তিতে ওই ছাত্রের বিরুদ্ধে একাডেমিক ব্যবস্থাও নেওয়া হবে। "

   

About

Popular Links

x