Monday, March 17, 2025

সেকশন

English
Dhaka Tribune

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ৯

গাড়িটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়

আপডেট : ০৬ মার্চ ২০২০, ১০:৪২ এএম

ঢাকা-সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনার শিকার হয়েছে একটি মাইক্রোবাস। এতে গাড়িটিতে থাকা ৯ যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৪ জন। গুরুতর আহতাবস্থায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শুক্রবার (৬ মার্চ) সকালে মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল হক।

তিনি জানান, শুক্রবার সকালে ঢাকা থেকে সিলেটগামী একটি মাইক্রোবাস নবীগঞ্জ উপজেলার কান্দিগাও এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারান। এতে গাড়িটি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান ৮ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে।

নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন ওসি। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

   

About

Popular Links

x