Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

রাজধানীতে মাদক মামলায় কারাবন্দির মৃত্যু

তার বিরুদ্ধে গুলশান থানায় মাদক মামলা রয়েছে ও একটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত ছিলেন

আপডেট : ০৬ মার্চ ২০২০, ০৭:৩১ পিএম

রাজধানীতে আমিন হুদা (৪৬) নামে মাদক মামলায় কারাবন্দি (কয়েদি নম্বর ২৭৬৮/এ)  এক ব্যক্তির মৃত্যু হয়েছে।   

শুক্রবার (৬ মার্চ) বেলা ১টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত আমিন হুদার বাবার নাম ডা. জুলফিকার হুদা। তিনি ঢাকার গুলশান দুই নম্বর রোডের বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) সিনিয়র জেল সুপার ইকবাল কবীর চৌধুরী বলেন, তিনি দীর্ঘদিন কারাবন্দি ছিলেন। পরে অসুস্থ অবস্থায় গত বছরের ১ আগস্টে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাকে ভর্তি করে কারা কর্তৃপক্ষ। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়েছে।

জেল সুপার আরও জানান, তার বিরুদ্ধে গুলশান থানায় মাদক মামলা রয়েছে ও একটি মামলায় তিনি সাজাপ্রাপ্ত ছিলেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।  

   

About

Popular Links

x