Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

কুড়িগ্রামে ইয়াবাসহ ছাত্রলীগের ২ নেতা আটক

ছাত্রলীগ নেতা এরশাদুল হক দুই মাস আগে বিয়ে করেছেন

আপডেট : ০৬ মার্চ ২০২০, ০৮:০৭ পিএম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ৩০টি ইয়াবাসহ দুই ছাত্রলীগ নেতাকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে উপজেলার রামখানা ইউনিয়নের নাখারগঞ্জ বাজার থেকে তাদেরকে আটক করা হয়।

আটকৃতরা হলেন- রামখানা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি এরশাদুল হক ও সহসভাপতি সফিকুল ইসলাম।

ডিবি পুলিশ কুড়িগ্রামের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, এরশাদুল হক মাদক সেবনের পাশাপাশি দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে আগে থেকেই মাদক সংশ্লিষ্টতার অভিযোগ ছিল। বৃহস্পতিবার রাতে আটকের সময় তাদের কাছ থেকে ৩০টি ইয়াবা উদ্ধার করা হয়।

দুই মাস আগে এরশাদুল হক বিয়ে করেছেন জানিয়ে নাগেশ্বরী উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. ফজলুল করিম সাজু বলেন, “আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে কেন্দ্রে প্রতিবেদন পাঠাবো।”

   

About

Popular Links

x