Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

পররাষ্ট্রমন্ত্রী: করোনাভাইরাসের কারণে মুজিববর্ষে অতিথিদের সফরসূচি বাতিল হয়নি

পররাষ্ট্রমন্ত্রী বলেন, করোনাভাইরাসের ফলে সারাবিশ্বে বড় রকমের আতঙ্ক সৃষ্টি হয়েছে

আপডেট : ০৭ মার্চ ২০২০, ০৫:৩৫ পিএম

করোনাভাইরাসের কারণে মুজিববর্ষের অনুষ্ঠানে আমন্ত্রিত বিদেশি অতিথিদের কারো সফরসূচি এখন পর্যন্ত বাতিল হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। শনিবার (৭ মার্চ) সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। 

আগামী ১৭ মার্চ মুজিববর্ষের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে বাংলাদেশ। এ অনুষ্ঠানে বিদেশি অতিথিদের আমন্ত্রণ জানানো হয়েছে। 

করোনাভাইরাস মুজিববর্ষ উদযাপনে বিদেশি অতিথিদের আগমনে কোনো প্রভাব পড়বে কি না-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, "অবশ্যই প্রভাব পড়বে। এই করোনাভাইরাসের ফলে সারাবিশ্বে বড় রকমের আতঙ্ক সৃষ্টি হয়েছে। এতে যথেষ্ট প্রভাব পড়বে। তবে এ ব্যাপারে সরকার যথেষ্ট সজাগ ও সতর্ক রয়েছে।"

সিলেটে বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রী শনিবার দুপুরে সিলেটে আসেন। তিনি ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত  অনুষ্ঠানে যোগদান ছাড়াও সন্ধ্যায় সিলেটের শাহী ঈদগাহে সিলেট মেট্রোপলিটন চেম্বারের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানেও প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন।

About

Popular Links