খুলনার তেরখাদা উপজেলায় রাতে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৯ মার্চ) সকালে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- উপজেলার আদমপুর গ্রামে আদমপুর গ্রামের জুলমত গাজীর ছেলে ফটিক গাজী (৪৫) ও উপজেলার শান্তিপুর গ্রামের ইদ্রিস শেখের ছেলে রমিজ শেখ (৩০)।
তেরখাদা থানার উপ-পরিদর্শক (এসআই) কামাল জানান, মঙ্গলবার সকালে উপজেলার পানতিতা মৎস্য ঘেরে মাছ চাষ দেখতে গিয়ে ফটিক গাজী নামে এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন।
অন্যদিকে সোমবার রাতে রমিজ শেখ নামে এক ব্যক্তি শান্তিপুর গ্রামে নিজ বাড়িতে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান।