Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

স্ত্রীকে নির্যাতনের অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে মামলা

যৌতুকের দাবিতে প্রায়ই তিনি স্ত্রীকে মারধর করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে

আপডেট : ১১ মার্চ ২০২০, ১০:১০ এএম

যশোরে পাঁচ লাখ টাকা যৌতুকের দাবিতে স্ত্রীকে মারধরের অভিযোগে নির্বাহী ম্যাজিস্ট্রেট (সহকারী কমিশনার) বিএম তারিক-উজ-জামানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন তার স্ত্রী।

সোমবার (৯ মার্চ) জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মঞ্জুরুল ইসলাম মামলাটি গ্রহণ করে আসামির প্রতি সমন জারির আদেশ দেন বলে ইউএনবি'র একটি খবরে বলা হয়। বাদী পক্ষের আইনজীবী আকবর হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

মামলার বিবরণে বলা হয়, অভিযুক্ত তারিক-উজ-জামানের দুই সন্তান রয়েছে। প্রায় সময় গভীর রাতে বাড়ি ফিরে পাঁচ লাখ টাকা যৌতুক দাবি করে স্ত্রীর ওপর শারীরিক ও মানসিক নির্যাতন করেন তিনি। সন্তানের ভবিষ্যতের দিকে তাকিয়ে তার স্ত্রী দীর্ঘদিন নির্যাতন সহ্য করেন।

গত ৮ ফেব্রুয়ারি পাঁচ লাখ টাকার দাবিতে স্ত্রীকে প্রচণ্ড মারধর করেন তিনি। যৌতুকের টাকা দিতে অপারগতা প্রকাশ করলে সন্তানসহ স্ত্রীকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেন।

পরে ৭ মার্চ শ্বশুরবাড়ি গিয়ে যৌতুকের টাকা না পেলে স্ত্রীকে বাড়িতে নেবেন না বলে জানিয়ে দেন তারিক। পরে তার স্ত্রী আদালতে মামলা দায়ের করেন।

 

   

About

Popular Links

x