করোনাভাইরাস থেকে সৃষ্ট কোভিড-১৯ রোগ প্রতিরোধে ভারতের ই-কর্মার্স সাইট অ্যামাজনডটকমে পাওয়া যাচ্ছে গোমূত্র দিয়ে তৈরি হ্যান্ড স্যানিটাইজার।
কাউপ্যাথি নামে একটি ব্র্যান্ডের তৈরি এই স্যানিটাইজারটি পাওয়া যাচ্ছে ১০০ রুপিতে।
বুধবার (১১ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম নিউজ-১৮ এর এক প্রতিবেদনে সংবাদটি প্রকাশিত হয়েছে।
অ্যামাজনের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, "কাউপ্যাথি" হ্যান্ড-স্যানিটাইজারের বিবরণে লেখা, গোমূত্রের তৈরি স্যানিটাইজারটিতে সম্পূর্ণ জীবাণুনাশক।
পণ্যটি ব্যবহার করলে হাত থাকবে আর্দ্র ও কোমল। প্রতিবার হাত ধুলেই অ্যারোমাযুক্ত ঘ্রাণও পাওয়া যাবে। এমনকি গোমূত্রের কোনো গন্ধ থাকবে না-এমনটিও লেখা রয়েছে অ্যামাজনের ওই পেজটিতে।
এদিকে, অনলাইন সাইটে এ পণ্যটি আসার পর থেকেই তা বিক্রির ধুম পড়ে গেছে। শুধু তাই নয় অনলাইন পেজটিতে ২১০ রুপিতে "কাউপ্যাথি" সাবানের ৬ থেকে ৭টির প্যাকও পাওয়া যাচ্ছে, যেগুলো গরুর গোবর দিয়ে তৈরি।
তবে, গোমূত্রের হ্যান্ড-স্যানিটাইজারটি আসলেই কতটুকু কার্যকর তা প্রশ্নসাপেক্ষ বিষয়।