Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

লাউয়াছড়া সংরক্ষিত বন সংলগ্ন এলাকার বনে আগুন

কেউ হয়তো জমি দখলের উদ্দেশে বনে আগুন ধরিয়ে দিয়েছে। আগুনে তিন একর বনভূমি পুড়ে গেছে

আপডেট : ১৭ মার্চ ২০২০, ০৯:০৯ পিএম

মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন বনে অগ্নিকাণ্ডে প্রায় তিন একর বনভূমি পুড়ে গেছে। হীড বাংলাদেশ নামে একটি এনজিও প্রতিষ্ঠান ওই বনের জমি লিজ নিয়েছিল। 

কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া উদ্যানের সংরক্ষিত বন এলাকার পশ্চিম বাঘমারা “হীড বাংলাদেশ”-এর কার্যালয়। ঠিক এর পেছনেই বনটির অবস্থান। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বনটিতে আগুনের সূত্রপাত্র হয়। খবর পেয়ে দমকল বাহিনী সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যতক্ষণে আগুন নিয়ন্ত্রণে আনে ততক্ষণে তিন একর বনভূমি পুড়ে যায়। 

কমলগঞ্জ থানা সূত্রে জানা যায়, প্রচণ্ড খরতাপের মাঝে দুপুর সাড়ে ১২টার দিকে হীড বাংলাদেশের কার্যালয়ের পিছনের বনে আগুন লাগে। বিষয়টি জেনে কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিস, পুলিশসহ ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। 

কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন ম্যানেজার আব্দুর কাদির বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে বনে আগুন লাগে। তবে আগুনের সূত্রপাত সম্পর্কে এখনও কিছু বলা যাচ্ছে না।

হীড বাংলাদেশের ম্যানেজার নূরে আলম  সিদ্দিকী বলেন, “কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে তা বলতে পারছি না। তবে কেউ হয়তো জমি দখলের উদ্দেশে বনে আগুন ধরিয়ে দিয়েছে। বনটি যেহেতু স্বাস্থ্য মন্ত্রণালয়ের, দেখা যাক তারা কি সিদ্ধান্ত দেয়।”

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, দুপুর থেকে আগুন লাগলেও আমরা জেনেছি অনেক পরে। তার পরও ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে পুলিশের একটি দলও সেখানে পাঠানো হয়েছে।

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আশেকুল হক বলেন, “আগুন নিয়ন্ত্রণে। উপজেলা প্রশাসন এ দিকে সার্বক্ষণিক নজদারি করছে। কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তদন্ত করা হচ্ছে।”    

   

About

Popular Links

x