গভীর রাতে ঢাকা ট্রিবিউন সাংবাদিক আরিফুল ইসলাম রিগ্যানকে তুলে নিয়ে যাওয়ার সময় তার সঙ্গে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগসহ প্রয়োজনীয় কাগজপত্র ফেরত দিয়েছে কুড়িগ্রাম জেলা প্রশাসন।
আরিফুলকে বেআইনিভাবে সাজা দেওয়া ভ্রাম্যমাণ আদালতের পেশকার সাইফুল ইসলাম বুধবার (১৮ মার্চ) বিকেল ৩টার দিকে ওইসব জিনিসপত্র হস্তান্তর করেন। আরিফুলকে তুলে নিয়ে যাওয়ার সময় তার সঙ্গে ছিল- নকিয়া ব্র্যান্ডের একটি মোবাইল ফোন, মানিব্যাগে থাকা ৩টি চেকের পাতা, ২টি ডেবিট কার্ড, জাতীয় পরিচয়পত্র, মোটরসাইকেলের কাগজপত্র।
পেশকার সাইফুল বলেন, “ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট রিন্টু বিকাশ চাকমা স্যার আমাকে সাংবাদিক ভাইয়ের জিনিসপত্রগুলো ফেরত দিতে বলেছিলেন। সে অনুযায়ী আমি সেগুলো আরিফুল ভাইকে দিয়ে দিয়েছি।”
আরিফুল ইসলাম বলেন, “আমার ব্যবহৃত মোবাইল ও মানিব্যাগসহ অন্যান্য জিনিসপত্রগুলো প্রত্যাহার হওয়া সহকারী কমিশনার রিন্টু বিকাশ চাকমার পেশকার সাইফুল ইসলাম ফেরত দিয়ে গেছেন। মানিব্যাগের ভেতরের সবকিছুই অক্ষত ছিল।”