Saturday, May 18, 2024

সেকশন

English
Dhaka Tribune

করোনাভাইরাস: ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো খালি করার নির্দেশ

শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টার মধ্যে সকল হল খালি করার নির্দেশ দেওয়া হয়

আপডেট : ১৯ মার্চ ২০২০, ০২:৩৫ পিএম

করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের ঘোষণার ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যা ৬টার মধ্যে বিশ্বদ্যিালয়ের সকল আবাসিক হল খালি করার নির্দেশ দেয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার ঢাবি ভাইস চ্যান্সেলর (ভিসি) প্রফেসর মোহাম্মদ আখতারুজ্জামানের সভাপতিত্বে সৈয়দ নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি বৈঠক শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর মোহাম্মদ হুমায়ুন কবিরসহ একাধিক সিন্ডিকেট সদস্য বিষয়টি ঢাকা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন।  

এর আগে, করোনাভাইরাসের সংক্রমণ থেকে শিক্ষার্থীদের সুরক্ষার লক্ষ্যে ১৮ থেকে ৩১ মার্চ পর্যন্ত সব শিক্ষা প্রতিষ্ঠান ও কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দেয় শিক্ষা মন্ত্রণালয়।

About

Popular Links