Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন স্থগিত করেছে ইসি

  বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপনির্বাচনসহ সকল নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন

আপডেট : ২১ মার্চ ২০২০, ০৩:১১ পিএম

চট্টগ্রাম সিটি কর্পোরেশনসহ বগুড়া-১ ও যশোর-৬ আসনের উপ-নির্বাচনসহ সকল নির্বাচনের স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (২১ মার্চ) প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদার সভাপতিত্বে অনুষ্ঠিত একটি জরুরি সভায় এই সিদ্ধান্ত হয়।আগামী ২৯ মার্চ পর্যন্ত এটি স্থগিত করা হয়েছে।

বিশ্বজুড়ে করোনাভাইরাসের কারণে সৃষ্ট মহামারি বাংলাদেশেও ছড়িয়ে পড়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পরবর্তীতে নির্বাচন কবে অনুষ্ঠিত হবে এবিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও ওই সভায় জানানো হয়েছে।

এর আগে,  নির্বাচন কমিশনের পক্ষ থেকে নির্বাচন স্থগিতের তথ্য জানানো হয় বলে জানিয়েছেন সহকারী রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্বপ্রাপ্ত জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ মুনীর হোসাইন খান। তবে এবিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনও তথ্য পাননি বলেও জানান তিনি।About

Popular Links