করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে ২৯ মার্চ অনুষ্ঠিত হতে যাওয়া চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। সেই সঙ্গে বগুড়া-১ ও যশোর-৬ আসনের ২৯ মার্চের উপনির্বাচন একই কারণে স্থগিত করা হয়েছে।
শনিবার (২১ মার্চ) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) মো. ইসরাইল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এছাড়া কমিশন নয় পৌরসভায় মেয়র উপনির্বাচন স্থগিত করেছে। এগুলোও ২৯ মার্চ হওয়ার কথা ছিল।
রাজধানীর নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে এক বৈঠকে কমিশন এ সিদ্ধান্ত নেয়।
নির্বাচন কমিশন গত ১৬ ফেব্রুয়ারি চসিক নির্বাচন এবং দুই সংসদীয় আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে।
আওয়ামী লীগের সংসদ সদস্য (এমপি) আবদুল মান্নান ও ইসমত আরা সাদেকের মৃত্যুতে বগুড়া-১ ও যশোর-৬ আসন দুটি শূন্য হয়।