Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

কামরাঙ্গীরচরে হোটেল-রেস্টুরেন্টসহ খাবারের দোকান বন্ধ

তবে জনস্বার্থে হাসপাতাল, ক্লিনিক, স্বাস্থ্যসেবা, ওষুধের দোকান, ব্যাংক-এটিএম বুথ, ফলের দোকান ও মুদি দোকান খোলা থাকবে

আপডেট : ২২ মার্চ ২০২০, ১২:৩৬ পিএম

করোনাভাইরাস সংক্রমণের কারণে হোটেল, রেস্টুরেন্ট, চায়ের দোকান, বেকারি, কনফেকশনারি, ফুচকা-চটপটির দোকানসহ ছোট-বড় সবধরনের খাবারের দোকান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৫৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর হাজী মোঃ সাইদুল ইসলাম মাদবর।

রবিবার (২২ মার্চ) সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনা দেওয়া হয়।

এতে আরও বলা হয়, ঢাকা দক্ষিণের ৫৭ নম্বর ওয়ার্ড অর্থাৎ কামরাঙ্গীরচর এলাকায় জনস্বার্থে হাসপাতাল, ক্লিনিক, স্বাস্থ্যসেবা, ওষুধের দোকান, ব্যাংক-এটিএম বুথ, ফলের দোকান ও মুদি দোকান খোলা থাকবে।

একইসাথে কাঁচাবাজার  যেমন, শাক-সবজি, কাঁচা তরিতরকারি, মাছ-মাংসের দোকান, স্টেশনারি, হার্ডওয়্যার, মোবাইল-ফ্লেক্সিলোডের দোকানসহ শুধুমাত্র নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকানপাট স্বাভাবিক সময় পর্যন্ত খোলা থাকবে।   

কেউ এই নির্দেশ অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

About

Popular Links