Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

দেশে করোনা আক্রান্তরা যে যে জেলায় আছেন

আজ আক্রান্ত নতুন ছয়জনের মধ্যে দুই জন নার্স ও একজন চিকিৎসক রয়েছে

আপডেট : ২৩ মার্চ ২০২০, ০৪:৪৪ পিএম

বাংলাদেশে আজ নতুন করে করোনাভাইরাসে ছয়জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৩৩ জনে। 

সোমবার (২৩ মার্চ) নিয়মিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। 

তিনি জানান, আক্রান্ত ৩৩ জনের মধ্যে এখন ঢাকায় আছেন ১৫ জন, মাদারীপুরে আছেন ১০ জন, নারায়ণগঞ্জে আছেন তিনজন, গাইবান্ধায় দুইজন, কুমিল্লায় একজন, গাজীপুরে একজন এবং চুয়াডাঙ্গায় একজন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনের। আজ আক্রান্ত নতুন ছয়জনের মধ্যে দুই জন নার্স ও একজন চিকিৎসক রয়েছে বলে জানিয়েছেন মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

About

Popular Links