পাসপোর্টে বর্ণিত ঠিকানায় না থাকা প্রবাসী বাংলাদেশিদেরকে নিকটস্থ থানায় যোগাযোগের নির্দেশ দিয়েছে পুলিশ।
মঙ্গলবার (২৪ মার্চ) পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, “পাসপোর্টে বর্ণিত ঠিকানা ব্যতীত অন্য ঠিকানায় অবস্থানকারী সকল প্রবাসী বাংলাদেশিকে নিকটস্থ থানায় যোগাযোগ করে তাদের বর্তমান অবস্থান ও মোবাইল নম্বর জানাতে অনুরোধ করা হচ্ছে।”
অন্যথায় নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও পুলিশ সদরদপ্তরের বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি দেয়া হয়।
প্রসঙ্গত, বাংলাদেশে সোমবার পর্যন্ত করোনাভাইরাসে ৩৩ জন আক্রান্তের তথ্য জানিয়েছে সরকার। যাদের মধ্যে তিনজনের মৃত্যু হয়েছে এবং পাঁচজন সুস্থ হয়েছেন। করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ব্যক্তিরা প্রবাসী বা বিদেশ ফেরত ব্যক্তি অথবা বিদেশ ফেরত ব্যক্তিদের দ্বারা সংক্রমিত হয়েছেন।
এ পরিস্থিতিতে বিদেশ ফেরত ব্যক্তিদের সরকার বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দিলেও বেশিরভাগ প্রবাসীরা তা মানছেন না। আবার জোরপূর্বক কোয়ারেন্টাইনে রাখা হলেও বেশিরভাগ প্রবাসীকেই তাদের পাসপোর্টে দেয়া ঠিকানায় পাচ্ছেন না আইনশৃঙ্খলা বাহিনী।