Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

কেরানীগঞ্জে গ্যারেজে আগুন, পুড়ল ২০ গাড়ি

 বিকেলে হঠাৎ গ্যারেজটিতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়

আপডেট : ২৬ মার্চ ২০২০, ১১:১৩ পিএম

রাজধানী ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে গ্যারেজে অগ্নিকাণ্ডের ঘটনায় মাইক্রোবাস, প্রাইভেটকার ও লেগুনাসহ ২০টি গাড়ি পুড়ে গেছে।

হাসনাবাদ এলাকায় বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থালে পৌঁছে দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সন্ধ্যায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহ জামান জানান, একটি ছয় তলা ভবনের নিচ তলা গ্যারেজ হিসেবে ভাড়া দেওয়া হতো। সেখানে স্থানীয় লোকজন তাদের গাড়ি রাখতেন। বিকেলে হঠাৎ সেখানে আগুন লাগলে এলাকাবাসী পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়।

পোস্তগোলা ফায়ার সার্ভিসের উপপরিচালক মহাসিন বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে।

   

About

Popular Links

x